অপরাধ

কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা

কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩২ আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৪

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এম আর বি ইকো ব্রিকস নামক ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় পরিচালিত এ অভিযানে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন না মানার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান বিচারিক দায়িত্ব পালন করেন, এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউশন প্রদান করেন। 

অভিযানে জানা যায়, কৃষিজমির মাটি অবৈধভাবে সংগ্রহ করে ইট প্রস্তুতির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়েছে, যা পরিবেশ এবং প্রতিবেশের ক্ষতি সাধন করে। এজন্য এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ইটভাটাকে কৃষিজমির মাটি ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন।