জাতীয়

দেশে সারের কোনো সংকট নেই, ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে কৃষক: কৃষি উপদেষ্টা

দেশে সারের কোনো সংকট নেই, ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে কৃষক: কৃষি উপদেষ্টা

প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:২৮ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, বিকাল ৪:০৪

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই এবং কৃষকরা অবশ্যই ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে। 

তিনি আরও বলেন, সিন্ডিকেট বা যেকোনো অসাধু উপায়ে সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন পুলিশ ইউনিট, র‌্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ সময় উপদেষ্টা বলেন, কৃষকরা যেন কোনোভাবেই সারের জন্য অতিরিক্ত মূল্য না দিতে হয় এবং সঠিক সময়ে সার ও বীজ পেতে পারে, তা নিশ্চিত করতে হবে। যদি কোনো ডিলার সারের সংকট সৃষ্টি করে, তবে তার ডিলারশিপ বাতিল করা হবে।

উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ অন্যান্য অপরাধ কঠোরভাবে দমন করতে হবে। মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠিন অবস্থান নেওয়ার নির্দেশও তিনি দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধেও সচেষ্ট থাকার কথা উল্লেখ করেছেন তিনি।

ময়মনসিংহ শহরের যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নগরীর যানজট কমানোর জন্য ফ্লাইওভার নির্মাণসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোকপাত করা হয়েছে।

শেষে উপদেষ্টা ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।