শিক্ষাঙ্গন

পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন কর্তৃক মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে। 

সোমবার পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষার্থীদের গণরোষের মুখে পড়ে ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের ইবি শাখার সহ-সভাপতি মামুন অর রশিদ। শিক্ষার্থীরা তাকে আটক করে এবং পরে প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তাকে উদ্ধার করে ইবি থানায় সোপর্দ করেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮, ১০ এবং ১২ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ৯ দিয়ে ইবি থানায় অভিযোগটি দায়ের করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, মামুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি প্রকাশ্যে গত জুলাই মাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন এবং তাদের হুমকি দিয়েছেন। এছাড়া, আন্দোলনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, ৩০ অক্টোবর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামুন অর রশিদ ১৮ নম্বর আসামি ছিলেন। গত ৩১ ডিসেম্বর আদালতে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়, তবে ৭ জানুয়ারি জামিনে মুক্তি পান।

ইবি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা উদ্বিগ্ন এবং তারা সুষ্ঠু বিচার দাবি করেছেন যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি পুনরাবৃত্তি না ঘটে।