অপরাধ

বিরলে হাঁসুয়া নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে হামলার চেষ্টা, যুবক আটক

বিরলে হাঁসুয়া নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে হামলার চেষ্টা, যুবক আটক

প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:১৬ আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:১৭

বিরলের বিজোড়া স্কুল এন্ড কলেজে আজ দুপুরে একটি হামলার ঘটনা ঘটে, যেখানে দেশীয় অস্ত্র হাঁসুয়া নিয়ে এক যুবক অধ্যক্ষ/প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে হুমকি দেয়। ঘটনার পর ওই যুবককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।

এ দিন দুপুরে বিরল উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়নের বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষক মোস্তফা কামালের কক্ষে উপস্থিত হয় ফাহিম (১৬) নামের এক যুবক, তার হাতে ছিল হাঁসুয়া। প্রাথমিকভাবে, ফাহিম তার অষ্টম শ্রেণীতে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য প্রবেশ করে। তবে, কাগজপত্র চাওয়ার পর ফাহিম উত্তেজিত হয়ে অধ্যক্ষের ওপর চড়াও হয় এবং বাকবিতণ্ডা শুরু করে। 

এ সময় অফিস সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলম ফাহিমের প্যান্টে গুঁজে রাখা হাঁসুয়া দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন, যার ফলে অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে যুবকটিকে আটক করে।

এ ঘটনার পর স্থানীয়রা সহযোগিতা করে পুলিশে খবর দেন এবং যুবকটিকে অস্ত্রসহ পুলিশের কাছে সোর্পদ করেন। আটককৃত ফাহিম হোসেন বিজোড়া ইউনিয়নের দক্ষিণ বহলা গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ এই ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত যুবককে আদালতে পাঠানো হয়েছে।

বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, গত রোববারও ফাহিম কিছু সহকারী নিয়ে স্কুলে এসে বিদ্যুৎ সংযোগ এবং ক্লাসরুমের ফ্যান ভাংচুর করেছিল। তিনি জানান, ফাহিমের এমন আচরণের পর স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং অভিযুক্ত যুবককে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়দের অনেকেই আতঙ্কিত। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এমন কোনো অঘটন পুনরায় না ঘটে এবং তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।