নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় ডাকাতি করতে গিয়ে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ৯ ডিসেম্বর রাতে মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামে এক বাড়িতে অস্ত্রধারী ডাকাত দল প্রবেশ করে। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে। এ সময় তারা বাড়ির এক গৃহবধূকে অপহরণ করে কিছু দূরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করে। পরে থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের শনাক্ত করে।
সোমবার রাতে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শরিফুল ইসলাম পচা (২৯), তারেক হোসেন (২৬), সোলাইমান আলী (৩৮), সাগর হোসেন (১৯), রুবেল সরদার (২৮), রিপন আলী (৩০), এবং জিল্লুর রহমানের ছেলে সাগর হোসেন (১৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ভিকটিম এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মতামত