সিরাজগঞ্জের তাড়াশে নিষিদ্ধ সংগঠনের নেতা ও উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গোঁন্তা আলিম মাদ্রাসা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সেলিম রেজা তাড়াশ উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের আব্দুল মজিদ মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট তাড়াশ উপজেলার জিকেএস হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার ওপর হামলার ঘটনায় করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন এ বিষয়ে বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত সেলিম রেজাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মতামত