সারাদেশ

তারেক রহমানের নির্দেশে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস

তারেক রহমানের নির্দেশে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস

প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, দুপুর ১:৩২

বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলায়তনের সবুজ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়।

ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর সহযোগিতায় শীতার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। বিএনপির মূল শক্তি সাধারণ জনগণ। নেতাকর্মীরা সব সময় অসহায়দের পাশে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. সোহেল আক্তার, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাসেম তালুকদার, বিএনপি নেতা মো. আক্কাস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কম্বল বিতরণ কর্মসূচি শীতার্ত মানুষের মাঝে স্বস্তি এনেছে বলে জানান স্থানীয়রা।