ছবি : সভাপতিঃ নাজমুল আলম বিপিএএ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ
নীলফামারীর ডোমারে স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা-২০২৫ উপজেলা পরিষদ হলরুমে সোমবার (১৩ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল আলম বিপিএএ।
সভায় ইউএনও মো. নাজমুল আলম বিপিএএ সভাপতি হিসেবে নির্বাচিত হন। ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী কমিশনার এবং ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. হারুন অর রশীদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি হাফেজ মো. আব্দুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্কাউটস নেতৃবৃন্দ।
গঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দিন হোসাইনী সুফী, মির্জাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, পশ্চিম বোড়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির এবং বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল হক বাবু।
কমিটির যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হন হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক চৌধুরী মানিক। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন বোড়াগাড়ী দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ মো. আশফাক সারোয়ার সিদ্দিকী সাধন।
স্কাউটসের গ্রুপ সভাপতি হিসেবে নির্বাচিত হন বাগডোকরা নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল হোসেন চৌধুরী, গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এজাবুল হোসেন শাহ, শামসুল হক প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস আখতার এবং বড়রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহামায়া দেববর্মা।
ত্রৈবার্ষিক এই সভায় অংশগ্রহণকারীরা স্কাউটসের কার্যক্রম আরও উন্নত করার অঙ্গীকার করেন। সমাজ উন্নয়ন ও শিশু-কিশোরদের মানসিক গঠনে স্কাউটসের ভূমিকা জোরদার করার আহ্বান জানান বক্তারা।
মতামত