নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল আয়োজন নিষিদ্ধ ছিল। তিনি বলেন, কোনো ওয়াজ-মাহফিল করতে গেলে বাধা দেওয়া হতো, ভালো বক্তাদের আটক করে কারাগারে পাঠানো হতো।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর গাজিরবাগ আল হেরা নূরানী মাদরাসা ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
গোলাম মোমিত ফয়সাল বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অনৈতিক কর্মকাণ্ড, জুলুম, ও নির্যাতনের কারণে তাদের পতন হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ইসলামের প্রচার আরও ব্যাপকভাবে বিস্তৃত হবে। নোয়াখালীতে গত ১৭ বছরে মানুষ কোরআন-হাদিস নিয়ে কথা বলতে পারেনি, ওয়াজ-মাহফিল করতে পারেনি। সমাজের কল্যাণে আলেমদের ওয়াজ গুরুত্বপূর্ণ, যা বন্ধ থাকায় অন্যায়-অবিচার বেড়ে যায়।
তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের নির্দেশে ওয়াজ-মাহফিল বন্ধ রাখা হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মানুষ ধর্মীয় চর্চায় স্বাধীন হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর জনগণ তাদের ইচ্ছামতো ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারছে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবীপুর ফয়েজিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইয়াছিন করিম। প্রধান মেহমান ছিলেন আলোচিত ইসলামি বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী। মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
মতামত