ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ফুলপুর ক্যাম্পের ক্যাপ্টেন আসাদ।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সম্প্রতি সংঘটিত ঘটনাগুলো তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মুরাদ, ধোবাউড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ পল্লব সেনগুপ্ত, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওমর ফারুক এবং ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম।
বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন। আলোচনায় সকলের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
মতামত