সারাদেশ

জয়পুরহাটে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উত্তম শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

জয়পুরহাটে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উত্তম শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, রাত ৯:২১

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৬ষ্ঠ পর্যায়ে জয়পুরহাট জেলার উত্তম শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। 

জেলার ৫৩টি কেন্দ্রের মধ্যে থেকে উত্তম ৫ জন শিক্ষক এবং ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তারেক মো. রওনাক আখতার, জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদবিদ্যার প্রভাষক সঞ্জয় চন্দ্র মন্ডল এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক সঞ্জয় কুমার পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মাস্টার ট্রেইনার কাম-ফ্যাসিলিটেটর কানু বাশফোর, ফিল্ড সুপারভাইজার ধনেশ চন্দ্র বর্মন, এবং স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এই কার্যক্রমের মাধ্যমে হিন্দু ধর্মীয় শিক্ষা প্রসারে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পুরস্কারপ্রাপ্তদের অনুপ্রাণিত করা হয়।