সারাদেশ

ফরিদপুরে সাইনবোর্ড খুলতে গিয়ে শিশুর মৃত্যু

ফরিদপুরে সাইনবোর্ড খুলতে গিয়ে শিশুর মৃত্যু

ছবি : মই থেকে পড়ে আহত হওয়া শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৫১ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, রাত ৯:২৮

ফরিদপুরে সাইনবোর্ড খুলতে গিয়ে মই থেকে পড়ে গুরুতর আহত হওয়া মারুফ লস্কর (১৩) নামে এক শিশু শিক্ষার্থী মারা গেছে। 

রবিবার (১২ জানুয়ারি) রাতে ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মারুফ ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের সোহরাব লস্করের ছেলে। তিনি স্থানীয় আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, হতদরিদ্র পরিবারের সন্তান মারুফ পড়াশোনার পাশাপাশি পোস্টার লাগানো ও সাইনবোর্ড টাঙানোর কাজ করত। রবিবার বিকেলে ফরিদপুর শহরের রাজ্জাকের মোড় এলাকায় একটি বিউটি পার্লারের ডিজিটাল সাইনবোর্ড টাঙানোর কাজ শেষ করে একটি খাবার হোটেলের সাইনবোর্ড নামানোর সময় মই থেকে পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সোহরাব লস্কর বলেন, আমার সোনা ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। কে আমাকে বাবা বলে ডাকবে, আমার সব আশা শেষ হয়ে গেল।

মা শামেলা বেগম আহাজারি করতে করতে মূর্ছা যাচ্ছিলেন। তাকে সান্ত্বনা দিতে পাশে ছিলেন প্রতিবেশিরা।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মায়ের আবেদনের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালথার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান জানান, সোমবার বাদ জোহর জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে মারুফের দাফন সম্পন্ন হয়েছে।