মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় চৌকা সীমান্ত এলাকার বাখর আরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩:৩০ ঘটিকায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর নির্দেশনা অনুযায়ী ৩০০ জন শীতার্ত জনসাধারণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এস. এম. ইমরুল কায়েস, উপ-অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়াও উপস্থিত ছিলেন কিরণগঞ্জ কোম্পানী কমান্ডার, চৌকা বিওপি কমান্ডার এবং স্থানীয় জনসাধারণ।
প্রতি বছর মহানন্দা ব্যাটালিয়ন এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতকালীন দুর্ভোগ থেকে স্থানীয় জনগণকে কিছুটা স্বস্তি প্রদান করা হয়। লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান, ভবিষ্যতেও আমাদের সীমান্ত এলাকায় এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত