সিরাজগঞ্জ জেলা প্রাথমিক অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আলোচনা অনুষ্ঠান এবং খেলার সূচনার মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সিরাজগঞ্জ মো. ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার, এবং সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ খান হাসান।
বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং সুস্থ থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাঁরা মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং জানান, এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির সম্ভাবনা রয়েছে।
মতামত