সারাদেশ

সিরাজগঞ্জে শীতার্তদের পাশে বি.এল. স্কুল এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

সিরাজগঞ্জে শীতার্তদের পাশে বি.এল. স্কুল এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, বিকাল ৪:৪৬

সিরাজগঞ্জ বি.এল. স্কুল এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বি.এল. সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক এস.এম. সাইদুল ইসলাম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, বিএনপি নেতা আক্কাস আলী, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন খসরু, সহ-সাংগঠনিক সম্পাদক কচি সরকার, হাসান ইশতিয়াক তমাল, সহ-কোষাধ্যক্ষ উল্লাস এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

এছাড়া, অ্যাসোসিয়েশনের কার্যক্রমে তারেক, আবুজার, জুয়েল, শাওন, গালিব, মাহিম, সোহাগ, তূর্য এবং সোহেলসহ অন্যান্য সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, শীতার্তদের সাহায্যে এটি অ্যাসোসিয়েশনের একটি ধারাবাহিক উদ্যোগ, যা অসহায় মানুষের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে।