ছবি : মুন টাইমস
নীলফামারীর ডোমারে শহরের মধ্য দিয়ে ট্রাক চলাচল বন্ধ, যত্রতত্র যানবাহন পার্কিং প্রতিরোধ, বাস কাউন্টার হাইওয়েতে স্থানান্তর, এবং স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপনসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা বাটার মোড় সংলগ্ন রেলগেটে নবজাগরণ ডোমারের আয়োজনে ও ‘হৃদয়ে ডোমার’-এর সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সোহেল রানা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সোহাগ, সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম আরেফী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ, এবং শ্রমিক নেতা জাকিরুল ইসলাম বাবলু।
মানববন্ধনে প্রশাসনের কাছে সড়কের শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ১২ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. স্কুল-কলেজের সামনের সড়কে জেব্রা ক্রসিং ও ট্রাফিক সংকেত স্থাপন।
২. শহরের ভেতরে ১০ চাকা ও অতিভারী ট্রাক চলাচল নিষিদ্ধ করা, তবে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচল করতে পারবে।
৩. যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ করে নির্দিষ্ট জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা।
৪. শ্রমিক কল্যাণের নামে চাঁদা তুলে অর্থ আত্মসাৎকারী ব্যক্তিদের বিচারের আওতায় আনা।
৫. শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বাস কাউন্টার অন্যত্র স্থানান্তর।
৬. ফুটপাত দখলমুক্ত করে সড়কের দুই পাশে গাছ রোপণ।
৭. সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে ডাস্টবিন স্থাপন।
৮. শালকি নদীর উপর ঝুঁকিপূর্ণ সেতুগুলো পুনঃনির্মাণ।
৯. প্রতিটি সড়কে ট্রাফিক সংকেত স্থাপন।
১০. সড়ক সংস্কারের নামে অর্থ আত্মসাৎকারীদের বিচারের আওতায় আনা।
১১. সড়ক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
১২. ট্রাফিক পুলিশের জনবল বৃদ্ধি।
মানববন্ধনে সাধারণ জনগণ, শিক্ষার্থী, শ্রমিক, এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মতামত