বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেটের ওসমান নগর উপজেলা চেয়ারম্যান শিল্পপতি মাইনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আহবায়ক ফখরুল ইসলাম তালুকদার রাকিব।
রবিবার (১২ জানুয়ারি) সকালে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সিরাজগঞ্জ জেলা সহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট জেলা শাখার আহবায়ক ফখরুল ইসলাম তালুকদার রাকিব মুন টাইমস নিউজকে বলেন, সিরাজগঞ্জ জেলার সকল সম্মানিত ওষুধ ব্যবসায়ীদের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও সালাম বিনিময় করি। কেন্দ্রীয় নেতারা আমাকে আশ্বস্ত করেছেন সিরাজগঞ্জ জেলার ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকবেন সবসময়।
তিনি আরও জানান, আমি সিরাজগঞ্জ জেলা শাখার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সম্মানিত নেতৃবৃন্দদের পক্ষ থেকে তাদেরকে নিমন্ত্রণ করেছি এবং তাদের কাছে সকল বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সম্মানিত পরিচালক এবং সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো: দীন আলী, ঢাকা জেলা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল লস্করসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত