সারাদেশ

হাতিয়ায় গাছ কেটে সরকারি বাগান দখলের চেষ্টা, আটক ২

হাতিয়ায় গাছ কেটে সরকারি বাগান দখলের চেষ্টা, আটক ২

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৪৫

নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে সরকারি সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে প্রবেশ করে গাছ কেটে জমি দখলের চেষ্টা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। 

গ্রেপ্তারকৃতরা হলেন জাহাজমারা এলাকার মৃত বছু মাঝির ছেলে শাহারাজ (৫০) এবং মদিন সর্দারের ছেলে আলতাফ হোসেন (৪০)।

গত শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়ার জাহাজমারা বিটের চর ইউনুছ এলাকার হাজীর গোপটের পশ্চিমে সরকারি ম্যানগ্রোভ বাগানে এই ঘটনা ঘটে। ওই সময় কুড়াল ও দা দিয়ে কেওড়া গাছে রিং দেওয়া এবং গেওয়া চারা গাছ কেটে জমি পরিষ্কার করছিল তারা। জাহাজমারা বিট কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে গ্রেপ্তার করেন। তবে এ সময় অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে বন বিভাগ ৮০০টি কাটা গেওয়া চারা গাছ, কেওড়া গাছের বাকল, একটি কুড়াল এবং একটি দা জব্দ করেছে।

এ বিষয়ে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস এম সাইফুর রহমান বলেন, জাহাজমারা এলাকার এক, দুই এবং তিন নম্বর ওয়ার্ডের ম্যানগ্রোভ বন এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের সহযোগিতায় বন উজাড় এবং জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। শতাধিক মামলা করা হলেও তারা অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত হয়নি। আটক দুই ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা ছাড়া বন বিভাগের পক্ষে এককভাবে সরকারি বন রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে। সরকারি বন রক্ষায় স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।