বিডিআর হত্যাকাণ্ডে জেলবন্দি ও চাকরিচ্যুত সদস্যদের মুক্তি এবং পুনর্বহালের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদের মুখপাত্র আব্দুল আখের, সাবেক হাবিলদার নুরুজ্জামাল, বিডিআর পরিবারের শিশু সন্তান মাহী, মকবুল হোসেন, ভিপি সিরাজুলসহ আরও অনেকে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জেলবন্দিদের মুক্তি এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। তারা জানান, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিতে বিডিআর পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। তাই দ্রুত তাদের পুনর্বহাল ও ন্যায়বিচারের প্রয়োজন বলে তারা মনে করেন।
মতামত