সারাদেশ

পাকুন্দিয়ায় দেবরদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন

পাকুন্দিয়ায় দেবরদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:২৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দেবরদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রাবেয়া খাতুন নামের এক নারী। 

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২টায় পৌর শহরের একটি বেসরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তার দুই মেয়ে ও এক ছেলে উপস্থিত ছিলেন।

রাবেয়া খাতুন জানান, তিনি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের শৈলজানী গ্রামের দুবাই প্রবাসী মজনু মিয়ার স্ত্রী। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে দেবর বজলু মিয়া, রঞ্জু মিয়া এবং আল-আমিন তাকে ও তার সন্তানদের ওপর নির্যাতন চালাচ্ছে। এমনকি মিথ্যা মামলায় হয়রানি করাসহ বিভিন্নভাবে তাদের বিপাকে ফেলার চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ৯ জানুয়ারি কিশোরগঞ্জ আদালতে হাজিরা দেওয়ার সময় তার ছোট মেয়ে ও ছেলেকে ঘরে তালাবদ্ধ করে রাখে অভিযুক্তরা। পরে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। ওই দিন বিকেলে ছেলেমেয়েদের নিয়ে বাড়ি ফিরলে অভিযুক্তরা ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার, টাকা-পয়সা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নতুন তালা লাগিয়ে দেয়।

রাবেয়া জানান, অভিযুক্তদের হুমকির কারণে তিনি স্বামীর বাড়িতে নিরাপদে বসবাস করতে পারছেন না। তার বড় মেয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থী হওয়ায় এই পরিস্থিতি তার শিক্ষাজীবনে প্রভাব ফেলছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ এবং নিরাপত্তার দাবি জানান।

তবে অভিযুক্ত দেবররা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেন, প্রবাসী মজনু মিয়া এবং তার স্ত্রীর কোনো জমি সেখানে নেই।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।