ছবি : তাড়াশ উপজেলা পরিষদের ছাদে বাগান
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় উপজেলা পরিষদ ভবনের ছাদে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ছাদ বাগান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমার শখ ও পরিবেশবান্ধব উদ্যোগে তৈরি এই বাগান এখন উপজেলায় একটি আলোচিত বিষয়।
শখের বশে বাগান করার চিন্তা এলেও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক উষ্ণায়ন কমানোর উদ্দেশ্যেই মূলত এই বাগানের সূচনা করেন ইউএনও। বাগান তৈরিতে সার্বিক সহায়তা করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউএনও মহোদয় একজন প্রকৃত কৃষি ও পরিবেশবান্ধব ব্যক্তি। তার অদম্য ইচ্ছাশক্তি এবং উদ্যোগের ফলে উপজেলা পরিষদের ছাদটি সবুজের সমারোহে পরিণত হয়েছে।
ইউএনও সুইচিং মং মারমা জানান, ক্ষুদ্র এই উদ্যোগ আমাদের মানসিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি পাখি ও অন্যান্য প্রাণীর খাদ্যের চাহিদা মেটায়। এটি ভবনের সৌন্দর্যও বহুগুণ বাড়িয়ে তোলে।
ছাদ বাগানে রয়েছে বিভিন্ন ধরনের ফল, ফুল, শাকসবজি ও ওষুধি গাছ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আম, কাঁঠাল, লেবু, কমলা, মাল্টা, করমচা, জামরুল, পেয়ারা, জলপাই, কামরাঙা, জাম্বুরা, গোলাপ, গাঁদাফুলসহ প্রায় শতাধিক প্রজাতির গাছ।
বাগানের যত্নে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় গাছে পানি দেওয়া হয়। পাশাপাশি ছত্রাক সংক্রমণ ও পোকামাকড় দূর করতে ছত্রাকনাশক এবং পুষ্টির জন্য জৈব সার ব্যবহার করা হয়।
ইউএনও আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বিশুদ্ধ খাদ্য গ্রহণে ছাদ বাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে রাসায়নিক দ্রব্যযুক্ত ফল ও শাকসবজির পরিবর্তে নিজের হাতে ফলানো বিশুদ্ধ খাবার খাওয়ার আনন্দ অনন্য। পরিবেশ ভালো রাখার জন্য ছাদ বাগান কার্বন-ডাই-অক্সাইড শোষণ এবং অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভবিষ্যতে ছাদকৃষির পরিসর আরও বাড়িয়ে অন্যদের উদ্বুদ্ধ করার আশা প্রকাশ করেন ইউএনও। তার মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিশুদ্ধ খাদ্যের নিশ্চয়তায় ছাদ বাগানের কোনো বিকল্প নেই।
মতামত