টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব।
শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী মাদ্রাসাগুলোতে ঘুরে ব্যক্তিগত তহবিল থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
কম্বল পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। তাদের মুখে হাসি ফুটিয়ে তীব্র শীতেও কিছুটা উষ্ণতা ফিরিয়ে আনতে পেরে আনন্দিত হয়েছেন মাদ্রাসাগুলোর শিক্ষক ও অভিভাবকেরা। এ সময় মাদ্রাসার মোহতামিমগণ বিএনপি নেতা সাঈদ সোহরাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এই উদ্যোগকে সাধুবাদ জানান।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হরয়ত আলী মিয়া, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন পিন্স, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খন্দকার মোবারক হোসেন, সাবেক উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শাহিন, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু রায়হান হোসেন, গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হোসেন, বিএনপি নেতা আব্দুল কাদের এবং যুবদল নেতা সুজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিন সাঈদ সোহরাব মির্জাপুরের গোড়াই ইউনিয়নের আফসার আলী সরকার এতিমখানা, ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল হাফেজিয়া মাদ্রাসা, বানাইল ইউনিয়নের গল্লী নূরুল উলুম হাফেজিয়া মাদ্রাসা, মোমেনা বাসেদ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা, কাওয়ালীপাড়া, মহেড়া ইউনিয়নের হিলরা নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা এবং থলপাড়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য শিক্ষার্থী ও শিক্ষকসহ সকলের কাছে দোয়া চান।
তীব্র শীতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য মাদ্রাসাগুলোর পক্ষ থেকে সাঈদ সোহরাবের এই উদ্যোগকে মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করা হয়। এই সহায়তা প্রাপ্তিতে মাদ্রাসার শিক্ষকরা সাঈদ সোহরাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
মতামত