সারাদেশ

নোয়াখালীর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, রাত ১০:২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাটে হানিফ আমেরিকান কল্যাণ ট্রাস্টের কর্ণধার ওমর আলী রাজের আয়োজনে এবং সেবার আলো ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। 

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযানে বসুরহাট বাজারের পুরো এলাকাটি পরিষ্কার করা হয় এবং সকল মানুষকে সচেতন করা হয় যেন তারা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হানিফ আমেরিকান কল্যাণ ট্রাস্টের কর্ণধার ওমর আলী রাজ, সেবার আলো ফাউন্ডেশনের সভাপতি ইমরান নাজির, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম শামীম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু, রক্ত বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, প্রবাসী ইউনিটের দপ্তর সম্পাদক ওসমান গনি রিফাত, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাফায়েত, ইব্রাহিম, আনোয়ার হোসেন, হাসান, হাসিব, রিফাত সহ অন্যান্য স্বেচ্ছাসেবী।

সেবার আলো ফাউন্ডেশন এর ধারাবাহিকতায় চাপরাশিরহাট বাজার, কবিরহাট বাজার, ভুঁইয়ারহাট বাজার এবং বসুরহাট বাজারে এভাবে ধারাবাহিকভাবে নোয়াখালীর বিভিন্ন বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চলবে।