সারাদেশ

হার্ট সমস্যায় জর্জরিত আঁখি আক্তার হিমু পাশে জনেতা মোজাহারুল ইসলাম

হার্ট সমস্যায় জর্জরিত আঁখি আক্তার হিমু পাশে জনেতা মোজাহারুল ইসলাম

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, রাত ১০:০৪

দিনাজপুরের ১০নং রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগতপুর (খিরাপাড়া) গ্রামের মোঃ আব্দুল হাশেম এর কন্যা মোছাঃ আঁখি আক্তার হিমু জন্মগতভাবে হার্ট সমস্যায় ভূগছেন। 

চিকিৎসক জানিয়েছেন, তার অপারেশনের জন্য প্রায় ৫-৬ লক্ষ টাকা প্রয়োজন। তবে তার পরিবার এই বিশাল পরিমাণ অর্থ জোগাড় করতে অনেকটাই অসহায় হয়ে পড়েছে।

এমন সংবাদ পেয়ে, আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম তার খোঁজ খবর নিতে যান। তিনি উপস্থিত কিছু আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঢাকায় বড় চিকিৎসককে দেখানোর পরবর্তী রিপোর্ট জানাতে বলেন।

আঁখি আক্তার হিমু'র বাবা আব্দুল হাশেম বলেন, এতদিনে কেউ এসে আমার মেয়ের খোঁজ খবর নিলেন। শুধু তাই নয়, পরবর্তীতে সুচিকিৎসার জন্য সহায়তার আশ্বাসও দিয়েছেন মোজাহারুল ইসলাম।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আঁখি আক্তার হিমু জন্মের পর থেকেই চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তাদের বাসার সমস্ত সঞ্চয় খরচ হয়ে গেছে। ধার দেনা এবং আত্মীয়-স্বজনদের সাহায্যে চিকিৎসা চলছে। তাই তারা সমাজের বিত্তবান, হৃদয়বান ও দানশীল ব্যক্তিবর্গের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।