সারাদেশ

'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী' এর নতুন কমিটি গঠনে সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক পদে শাহীন নির্বাচিত

'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী' এর নতুন কমিটি গঠনে সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক পদে শাহীন নির্বাচিত

ছবি : সভাপতি- সোহেল রানা, সাধারণ সম্পাঃ- শাহীন আলম


প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৪০ আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৪৮

‘মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে’-এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন \'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী\' এর উপদেষ্টা মণ্ডলীর তালিকা ও নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জে \'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী\' এর আয়োজনে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সোহেল রানা সভাপতি এবং শাহীন আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন- এ এস এম আব্দুল কাদের, বাবুল আলম, তুষার সিদ্দিকী, তরিকুল ইসলাম তারিফ, তুহিন সিদ্দিকী, আনজারুল হক মিলন, জিকরুল হক সম্রাট, আনারুল ইসলাম, মফিজার রহমান মানু, নুর আলম, ডা. গোপাল চন্দ্র রায়, মজিবুল ইসলাম, রাকিব হাচান, ওমর ফারুক লিটন, শাহজান সরকার শাওন এবং সবুজ ইসলাম।

নতুন কমিটির নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন- সভাপতি সোহেল রানা, সিনিয়র সহ সভাপতি রিয়াদ ইসলাম ও মজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক ফাহিম ইসলাম মিরাজ, দপ্তর সম্পাদক মো. রিশাদ ইসলাম, অর্থ সম্পাদক রাসেল ইসলাম, প্রচার সম্পাদক রাব্বানী ইসলাম, ক্রীড়া সম্পাদক মামুন ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রাজ্জাক ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ধর্ম সম্পাদক হাফেজ মো. মামুন ইসলাম, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন সূবর্ণ এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র রায়।

নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীর ১৬ জন সদস্য ও কার্যকরী কমিটির মোট ৩১ জন সদস্যকে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়েছে।