সারাদেশ

সিরাজগঞ্জে শীতার্তদের পাশে আঞ্জুমান মুফিদুল ইসলাম

সিরাজগঞ্জে শীতার্তদের পাশে আঞ্জুমান মুফিদুল ইসলাম

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৩

"আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই" স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের মানবিক সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলাম শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। 

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় যমুনা নদীর হার্ড পয়েন্ট সংলগ্ন এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস লুনা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল বারী তারা। অনুষ্ঠানে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সিরাজগঞ্জ জেলার আঞ্জুমান মুফিদুল ইসলাম সবসময়ই মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বন্যা, শীত কিংবা যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বেওয়ারিশ লাশ দাফন, ঈদে খাদ্যসামগ্রী বিতরণ, অসহায়দের আত্মকর্মসংস্থান তৈরি, এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বই ও আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম সংগঠনটি সফলভাবে পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক এস এম সাইদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, বিএনপি নেতা অধ্যাপক হাসেম তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর মো. তাজ উদ্দিন শেখ, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদসহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করা হয়েছে। আঞ্জুমান মুফিদুল ইসলাম ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।