সারাদেশ

তাড়াশে গাছ থেকে পড়ে গাছির মৃত্যু

তাড়াশে গাছ থেকে পড়ে গাছির মৃত্যু

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:২৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গাছ থেকে পড়ে ফরহাদ হোসেন (৪৯) নামে এক গাছির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফরহাদ উপজেলার সগুনা ইউনিয়নের দিঘিসগুনা গ্রামের বাসিন্দা মসির সরকারের ছেলে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাড়াশ-রানিরহাট আঞ্চলিক সড়কের বেরখালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন তাঁর শ্বশুরবাড়ি দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামে থাকতেন। সেখানে তিনি কৃষিকাজ ও গাছ কাটার কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালেও গাছ কাটার জন্য বেরখালি এলাকায় যান। গাছের ডাল কাটার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গুড়পিপুল ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার আলী বলেন, নিহত ফরহাদ আমার ভগ্নিপতি। গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এই ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।