দিনাজপুরেরখানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৯ তম বার্ষিকসাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের(কাল্ব) সহযোগিতায় “ সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখেওই সভার আয়োজন করা হয়।
শনিবার(১১ জানুয়ারি) সকাল ১০ টায় খানসামা উপজেলা কমপ্লেক্স হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসরকার এবং বিশেষ অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব)এর ডিরেক্টর মো. জিল্লুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ শরীফুল আলম।
খানসামাউপজেলা দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর চেয়ারম্যান মোঃমাজেদুল হকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরকার সহ কাল্বএর ভাইস-চেয়ারম্যান মোঃ ফিরোজ শাহ্, সাধারন সম্পাদক মোঃ গোলাম রাশেদ চৌধুরী, ট্রেজারারমোঃ আব্দুর রায়হান, কাল্ব এর উপজেলা ব্যবস্থাপক হরি চন্দ্র রায়, উপজেলা প্রোঃ অফিসারমোঃ জাকির হোসেন সহ অন্যন্য সদস্যরা বক্তব্য রাখেন ।
বক্তব্যেকাল্ব এর বিভিন্ন কর্মসূচি, আয় ব্যায়ের হিসাব, কাল্ব এর বিভিন্ন আইন সহ কাল্ব পরিচালনায়বিভিন্ন সিদ্ধান্ত আলোচনা করা হয়।
সভায়খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিপুল সংখ্যকসদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
মতামত