শ্রেণিকক্ষ সংকট, সেশনজট ও শিক্ষক সংকটসহ ১০ দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (১১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তিন শতাধিক শিক্ষার্থী। দাবি পূরণের আশ্বাস পেয়ে দুপুর ১২টায় আন্দোলন স্থগিত করেন তারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. নির্দিষ্ট রুটিন প্রণয়ন এবং প্রতিটি কোর্সে ন্যূনতম ক্লাস নিশ্চিত করা।
২. সেশনজট নিরসনে তিন মাসের মধ্যে সেমিস্টারের কার্যক্রম সম্পন্ন করা।
৩. পূর্ণাঙ্গ একাডেমিক ক্যালেন্ডার সাত দিনের মধ্যে প্রকাশ।
৪. পর্যাপ্ত শিক্ষক নিয়োগ বা অতিথি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া।
৫. পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও সেমিনার লাইব্রেরি বরাদ্দ।
৬. ইনকোর্স পরীক্ষার আগে নম্বর প্রকাশ।
৭. বিভাগের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে দেওয়া।
৮. শিক্ষাসফরে বিভাগের অর্থায়ন নিশ্চিত করা।
৯. আন্দোলনের পর শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব না পড়া।
১০. সেশনজট নিরসনে কার্যকর উদ্যোগ।
শ্রেণিকক্ষ সংকট ও শিক্ষকের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, "সাতটি ব্যাচের জন্য মাত্র একটি শ্রেণিকক্ষ। পর্যাপ্ত শিক্ষক না থাকায় সেশনজট আমাদের নিত্যসঙ্গী। তাছাড়া ক্লাস নিতে শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকেন না।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা দ্রুত সমস্যা সমাধানে রোডম্যাপ ঘোষণা করেছেন।
তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী শিক্ষার্থীদের দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে দ্রুততার সঙ্গে তা পূরণের আশ্বাস দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, দাবি পূরণের কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করা হবে।
মতামত