“পৌষে পালা দিন, আলো ছায়া রঙিন” স্লোগানে বর্ণিল এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। কবিতার মাটি বাংলাদেশ-এর আয়োজনে দিনাজপুরের বীরগঞ্জ স্লুইসগেট শিশু পার্ক চত্বরে আয়োজিত এই পৌষ পার্বণ উৎসব সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় রূপ নেয়।
দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ও নীলফামারীর বিভিন্ন উপজেলা থেকে আগত কবি ও সাহিত্যিকদের শীতের পিঠা-পুলি ও পায়েশ দিয়ে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আয়োজক কমিটি।
সভায় সভাপতিত্ব করেন কবিতার মাটি বাংলাদেশের সভাপতি কবি তাইজুল মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও দেশ বরেণ্য কবি মাসুদ মোস্তাফিজ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি কালিপদ রায়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনায় পরিচালনা করেন ছড়াকার নুরুন নাহার সরকার। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি শেখ সাইদুল আলম সাজু, ডাঃ নিখিল সারথী শর্মা, মেহেনাজ পারভীন, টি.এইচ বকুল, কার্তিক রায়, হাসান আলীসহ আরও অনেকে।
বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও গবেষক সৈয়দ কেরামত হোসেন, লূৎফর রহমান, মাহবুবা আখতার, আনোয়ারুল ইসলাম এবং ছড়াকার মমিনুল ইসলাম। অনুষ্ঠানে কবিতা ও সাহিত্যের উপর আলোচনা করেন গবেষক জুবায়ের আলী জুয়েল।
তিনি বলেন, সাহিত্যের রস ও মাধুরীই কবিতার প্রাণ। সাহিত্য চর্চা আমাদের চিন্তাকে গভীরতা ও মননশীলতা এনে দেয়।
প্রধান অতিথি মাসুদ মোস্তাফিজ বলেন, কবিতা ও সাহিত্য চর্চা জাতির বিবেককে শানিত করে। কবিতার মাটি বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম, যা কবি ও সাহিত্যিকদের জন্য একটি উন্নয়নের সোপান।
অনুষ্ঠানের সমাপ্তি টানেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী মো. ওমর ফারুক এবং স্থানীয় কবিয়াল বাবুল সরকারের সংগীত পরিবেশনা।
এই সাহিত্যসভা বাঙালির ঐতিহ্যবাহী পৌষ পার্বণের আবহে সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য উদযাপন হয়ে উঠেছে।
মতামত