খেলাধুলা

গফরগাঁওয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের দুটি ফাইনাল অনুষ্ঠিত

গফরগাঁওয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের দুটি ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, বিকাল ৪:১৭

"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল" স্লোগানকে ধারণ করে ময়মনসিংহের গফরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা।

শুক্রবার রাতে উপজেলার আমাটিয়া মাঠ ও চরশাঁখচুড়া আব্দুল হাফেজ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান। টুর্নামেন্টের উদ্বোধন করেন অধ্যাপক জাকারিয়া শরীফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলুল হক মেম্বার, নজরুল ইসলাম খান, উজ্জ্বল, আরিফুল ইসলাম সজীব, মানিক মেম্বার, সবুজ, যুবদল নেতা খলিল খান, আলাউদ্দিন ধনু, ইয়াহিয়া খান, আল-আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা আরিয়ান মাহমুদ জীবন, মো. আবির, মিজানুর রহমান, আশিকুর রহমান, রাজন আহমেদ রাজ, আজিত এবং সাত্তার।

উল্লেখ্য, টুর্নামেন্টটি ক্রীড়া এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজন করা হয়, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।