সারাদেশ

গফরগাঁও শাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত

গফরগাঁও শাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৩৭

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় গফরগাঁও উলামা সমিতির উদ্যোগে তাবলীগ জামাতের শাদপন্থীদের, অপ তৎপরতা, হত্যা খুনের ঘটনা জড়িতদের গ্রেপ্তার শাদপন্থীদের তবলীগই কর্মকান্ড নিষিদ্ধের দাবীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে জুবায়ের পন্থী তাবলীগ জামাতের সমর্থনে স্থানীয় মিনি স্টেডিয়ামে খন্ড খন্ড মিছিল সহকারে জমায়েত হয়। উক্ত জমায়েতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল পৌরসভারপ্রধান সড়ক প্রদক্ষিণ করে গফরগাঁও থানা গেটের সামনে রাস্তা বন্ধ করে মুসল্লিগণ রাস্তায় বসে পড়েন ও বিক্ষোভ মিছিল করেন।তাদের দাবি দাওয়া নিয়ে আলেম সমাজের মুরুব্বিগণ বক্তৃতা করেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গফরগাঁও থানা অফিসার ইনচার্জ, যৌথ বাহিনীর উপস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করলে বিক্ষুব্ধ উপস্থিত মুসল্লিগণকে মুরুব্বীদের নির্দেশনায় অবস্থার কর্মসূচি সমাপ্তি করা হয়।

আগামী দিনের কর্মসূচিতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজের জমায়েত কর্মসূচি সফল করার লক্ষ্যে আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মাওলানা মোঃ নুরুল ইসলাম, মাওলানা মোঃ মাহমুদুল হাসান সালমানী সহ নেতৃস্থানীয় আলেম ওলামাগণ।