সারাদেশ

কুমারখালীতে আর্ট ক্যাম্পের জমকালো উদ্বোধন

কুমারখালীতে আর্ট ক্যাম্পের জমকালো উদ্বোধন

প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫, দুপুর ১:২৩

কুষ্টিয়ার কুমারখালীতে শিলাইদহের ঐতিহ্যবাহী কুঠিবাড়িতে আয়োজিত আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শন মনোমুগ্ধকর পরিবেশে উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (৫ জানুয়ারি) ড. আবু নাসের ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনটি চারুকলা ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আবু নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ড. মো. আবু নাসের। আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আযহারুল ইসলাম চঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ট বাংলা ফাউন্ডেশনের মহাপরিচালক হারুন-অর-রশিদ টুটুল, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, এবং রেজা আসাদ আল হুদা অনুপম। এছাড়াও বিভিন্ন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।

এই আর্ট ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের একত্রিত করে শিল্পচর্চা এবং চিত্রকলার প্রতি গণমানুষের আগ্রহ বাড়ানো। দিনব্যাপী এই ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশি সংস্কৃতি ও প্রকৃতির রূপ।

উল্লেখ্য, শিলাইদহের কুঠিবাড়ি, যা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য স্থান, এমন একটি আয়োজনের জন্য একটি যথার্থ স্থান হিসেবে বিবেচিত হয়েছে। উপস্থিত দর্শনার্থীরা এই আয়োজনে শিল্প ও সংস্কৃতির সুরের মেলবন্ধনে মুগ্ধ হয়েছেন।