সারাদেশ

রংপুরের ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রংপুরের ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫, দুপুর ১:১৬

উত্তরাঞ্চলের জেলা রংপুরসহ হিমালয়ের পাদদেশের এলাকাগুলোতে শীতের প্রকোপ বরাবরই বেশি থাকে। ঘন কুয়াশার চাদরে ঢাকা এই অঞ্চলগুলোর নিম্ন আয়ের মানুষের জন্য শীতকাল খুবই কষ্টকর। এ পরিস্থিতি বিবেচনায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন প্রায় ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

বুধবার (১০ জানুয়ারি) রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ হলরুমে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুল রহমান সাজু।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সহ-প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাবিতুল ইসলাম, উপদেষ্টা মো. মাহমুদুল হাসান সিফাত, সবুজ ইসলাম, মফিজুল ইসলাম, সহ-সভাপতি মো. হাবিবুর ইসলাম ও রিপন ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সম্পাদক কামরুজ্জামান কাজল, অর্থ সম্পাদক আজমুল হাসান রিদয়, ত্রাণ সম্পাদক রফিক বিন আনসারী, সহ-দপ্তর সম্পাদক দীপ্ত রায়, মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া আক্তার, ক্যাম্পেইন সম্পাদক সাদিয়া আক্তার ও আইরিন আক্তার।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ছিন্নমূল, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষদের হাতে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বক্তারা জানান, রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন সবসময় মানুষের সেবায় কাজ করে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।