সারাদেশ

শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র উল্টে চালকের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র উল্টে চালকের মৃত্যু

প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫, দুপুর ১:১৩

শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে চাপা পড়ে শান্ত (১৫) নামে এক কিশোর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঝিনাইগাতী ধানশাইল সড়কের জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শান্ত ঝিনাইগাতীর পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে এবং দুর্ঘটনাগ্রস্ত মাহিন্দ্রটির চালক ছিল।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে বাকাকুঁড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র নিয়ে শান্ত ঝিনাইগাতী সদরে ফিরছিল। ঘন কুয়াশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে উল্টে যায়। এতে শান্ত গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে সড়ক ব্যবস্থাপনায় আরও সচেতনতার দাবি জানিয়েছেন।