সারাদেশ

ঈশ্বরদীতে সাংবাদিক মুশফিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ

ঈশ্বরদীতে সাংবাদিক মুশফিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ

প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫, দুপুর ১:০৯

পাবনার ঈশ্বরদীতে জাতীয় দৈনিক বিজয় পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মুশফিকুর রহমান মিশনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

গত বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঈশ্বরদী পৌর এলাকার পূর্ব নুর মহল্লার কোহিনুর বেকারির সামনে এ হামলা হয়। এ ঘটনায় সাংবাদিক মুশফিকুর রহমানের স্ত্রী বিথী বেগম ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ছয়জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।  

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় মুশফিকুর রহমান তার পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা হাতে লাঠি, রড এবং ধারালো অস্ত্র নিয়ে তার পথরোধ করে। তারা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ জানালে অভিযুক্ত জুয়েলের নির্দেশে দলবদ্ধভাবে তার ওপর হামলা চালানো হয়।  

হামলাকারীরা লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মুশফিকুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দিলে তা তার বাম চোখ ও ভুরুর কাছে গুরুতর জখম সৃষ্টি করে। এ ছাড়া, লোহার রডের আঘাতে তার হাত, পিঠ এবং পাঁজরে গুরুতর জখম হয়। হামলাকারীরা তার মানিব্যাগ থেকে নগদ ১৪,৩০০ টাকা ছিনিয়ে নেয়।  

মুশফিকুর রহমানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ হামলায় ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে।