ছবি : ছবি: রাফিউল ইসলাম শুভ
ডোমার থানার জোড়াবাড়ী ইউনিয়নের দশম শ্রেণির ছাত্র রাফিউল ইসলাম শুভ ভালোবাসার টানে সহপাঠী জারা বেগমকে বিয়ে করেছিলেন। তবে বিয়ের মাত্র তিন মাস না যেতেই তার রহস্যজনক মৃত্যু এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) শুভ তার শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যায়, ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা জানান, তিনি বুকে জ্বালাপোড়া অনুভব করার কথা বলেন এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে রংপুরে পৌঁছানোর আগেই শুভ মারা যান।
এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে শুভর শাশুড়ি তার মেয়ে জারাকে নিয়ে যান। সেই সময় শুভ ঢাকায় ছিলেন। ঢাকা থেকে বাড়ি ফেরার পর মঙ্গলবার সকালে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যায়, কিন্তু একাই ফিরে আসেন। এরপরই অস্বাভাবিক আচরণ শুরু করেন তিনি। শুভর পরিবারের অভিযোগ, তাকে বিষ প্রয়োগ করা হতে পারে।
এদিকে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শুভর স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয়রা স্কুল মাঠে মানববন্ধনের আয়োজন করেন। "রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা" লেখা ব্যানারে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
এ বিষয়ে শুভর ভাবি জানান, ঢাকায় থাকা অবস্থায় শুভ ফোনে জানিয়েছিলেন যে তিনি বাড়ি ফিরছেন। তবে শাশুড়ির জোরপূর্বক মেয়েকে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার শ্বশুরবাড়ির লোকজন জমি লিখে দেওয়ার জন্য শুভর ওপর চাপ সৃষ্টি করছিল বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, শুভ এবং জারা বিয়ের আগে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়ের মা একটি মামলা করেন। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যানের মধ্যস্থতায় তাদের বিয়ে হয় এবং তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার শর্ত দেওয়া হয়। তবে শুভর মৃত্যুর আগে তার স্ত্রীর কাছে জমি লিখে দেওয়ার বিষয়ে চাপ সৃষ্টি হচ্ছিল। এ নিয়ে স্ত্রী ও পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
মৃত্যুর আগে শুভ তার স্ত্রী জারাকে ভয় দেখানোর জন্য বিষাক্ত ওষুধের ছবি এবং ভয়েস মেসেজ পাঠান। এরপরেই তার মৃত্যু ঘটে। শুভর বাবার অভিযোগ, এখন জমি ফেরত দেওয়ার জন্য তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এটি একটি অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুষ্ঠু তদন্তের দাবি করছেন শুভর পরিবার এবং এলাকাবাসী।
মতামত