সারাদেশ

রাউজানে 'তারুণ্যের ভাবনায় আগামির বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাউজানে 'তারুণ্যের ভাবনায় আগামির বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২৫, রাত ১১:৩০

চট্টগ্রামের রাউজানে 'তারুণ্যের ভাবনায় আগামির বাংলাদেশ' শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার সকালে হলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বিক সহযোগিতায়, রাউজান উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মশালার সভাপতিত্ব করেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনোয়ারা বেগম।

বোর্ড কর্মচারী মো. মমতাজ উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপি নেতা মোসলেহ উদ্দিন, এস এম কামাল উদ্দিন, হারুনুর রশিদ বাবুল, বোর্ড সচিব শওখত আকবর, রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন, অধ্যাপক মঈনুল আমিন আশিক, উত্তরজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খোরসেদুল আলম জিকু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিকু বড়ুয়া, ইউপি সদস্য নারগিছ আকতার এবং শ্যামল দত্ত।

এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, কলেজের বিপিএড শিক্ষক মো. আবদুস সালাম, স্কুল শিক্ষক মাওলানা শফিউল আজগর, কায়সার হামিদ, স্বাস্থ্যকর্মী মো. সুজন এবং ভূমি সহকারী আহম্মদ নুর।

কর্মশালায় স্কুল ও কলেজ শিক্ষার্থীরা 'তারুণ্যের ভাবনায় আগামির বাংলাদেশ' বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। বিচারকরা অংশগ্রহণকারীদের মূল্যায়ন করে স্কুল ও কলেজ থেকে মোট ১২ জনকে নির্বাচিত করেন। এই নির্বাচিতরা দ্বিতীয় দফায় উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। পরবর্তীতে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।