সারাদেশ

বীরগঞ্জে কলা বাগানে শিশুর মরদেহ উদ্ধার

বীরগঞ্জে কলা বাগানে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২৫, রাত ১১:২৮ আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, রাত ১১:৩০

দিনাজপুরের বীরগঞ্জে আলহাজ্ব আইনউদ্দিনের কলা বাগান থেকে মোস্তফা আব্রার রাগিব (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি একটি হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কল্যাণী মাঝাপাড়া এলাকায় মরদেহটি পাওয়া যায়। নিহত মোস্তফা ওই এলাকার মো. হাসান আলীর ছেলে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর।

শিশুটির চাচাতো ভাই মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে খেলতে বের হয় রাগিব। অনেক সময় পেরিয়ে গেলেও ফিরে না আসায় মা রাবেয়া বেগমসহ পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খুঁজতে খুঁজতে বাড়ির পাশের কলা বাগানে গিয়ে শিশুটির নিথর দেহ দেখতে পান।

রাগিবকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।