লালপুরের সড়কগুলোতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাটি ও বালির কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় লালপুর জিকজাক ইটভাটা মালিক সমিতি সড়ক পরিষ্কারের উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কে এ উদ্যোগের কার্যক্রম শুরু হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী কয়েক দিনের মধ্যে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়ক ও লালপুর-বিলমাড়িয়া সড়ক ধুলাবালি মুক্ত করা হবে।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে সড়ক দুর্ঘটনা কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
জিকজাক ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি জানান, আমরা সড়ক পরিষ্কার করছি যেন সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না হয়। লালপুরের অর্থনীতির মূল ভিত্তি ইটভাটা। এটি বন্ধ হয়ে গেলে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পাবে, আর দরিদ্র মানুষের জীবনযাত্রা আরও কষ্টকর হয়ে উঠবে।
তিনি আরও বলেন, রাজশাহী, পাবনা এবং নাটোরের প্রায় ৩০ হাজার মানুষ এই ভাটার উপর নির্ভরশীল। তাই সরকারের কাছে আমাদের আবেদন, নির্দেশনা অনুযায়ী যেন আমাদের লাইসেন্স প্রদান করা হয়।
মতামত