তীব্র শীতে কষ্টে থাকা বান্দরবানের ৫০০ গরিব ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখা।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বান্দরবান শাখা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বান্দরবান শাখার প্রধান সাইফুল ইসলাম রাজন, জেলা পরিষদের হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মো. ওসমান গণি চৌধুরী, এনটিভির জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দাশ ও অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. নজরুল ইসলাম বলেন, প্রতিবছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গরিব ও অসহায়দের জন্য শীতবস্ত্র বিতরণ করে, যা তাদের শীতের কষ্ট লাঘবে সহায়ক হয়। এ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।
অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত ৫০০ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন।
মতামত