সারাদেশ

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ০১

ময়মনসিংহ ডিবি পুলিশের  অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ০১

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৫, রাত ১০:১৯

ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই আবু বকর সিদ্দিক ইমরান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার কোতোয়ালী মডেল থানাধীন শহরের জিরো পয়েন্টে পাকারাস্তার উপর হতে ৭ জানুয়ারি  রাত সোয়া ৮ টায় ১০০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী  আরাফা বেগম (৩৫) কে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল  থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।