সারাদেশ

উলিপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উলিপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:৩৪

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন উলিপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মমতাজুল হাসান করিমী এবং সাধারণ সম্পাদক লক্ষণ সেন গুপ্ত।

পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধিজন এবং প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

পরে প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি মমতাজুল হাসান করিমী, সিনিয়র সাংবাদিক নুরবক্ত মিয়া, কবি ও গবেষক আবু হেনা মোস্তফা, এবং বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার সাংবাদিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।