“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে ময়মনসিংহে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে কার্যালয় চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভাগীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেন, তরুণরাই আধুনিক বাংলাদেশের কারিগর। তাঁদের উদ্ভাবনী চিন্তা ও শক্তির মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ, এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ময়মনসিংহ কার্যালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হয়।
মতামত