সারাদেশ

তাড়াশে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তাড়াশে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:২৮

সিরাজগঞ্জের তাড়াশে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করে তাড়াশ পৌরসভা।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুইচিং মং মারমা। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা রবীন্দ্রনাথ চন্দ্র, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আব্দুল বারী খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন খন্দকার এবং ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান নিরব।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা তরুণদের উদ্দেশ্যে বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। সমাজের উন্নয়নে তাদের ভূমিকা অপরিহার্য। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তরুণদের শ্রেণিকক্ষে ফিরে গিয়ে শিক্ষা অর্জনে মনোযোগী হতে হবে। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমরা সম্মিলিতভাবে একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারব।

কর্মশালায় তরুণদের অংশগ্রহণ ও উত্সাহ দেখে আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের আরও কর্মশালার আয়োজন করার কথা জানান।