কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কুড়িগ্রাম সদর থানায় কর্মরত এএসআই শাহিনুর রহমান শাহীনকে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এই ঘোষণা দেন জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, যিনি এএসআই শাহিনুর রহমান শাহীনের হাতে সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।
২০২৪ সালের নভেম্বর মাসে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করার মাধ্যমে বিশেষ অবদান রাখায় তিনি এই সম্মাননা অর্জন করেছেন। মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার মধ্যে সদর থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) শাহীনুর রহমান শাহীন অপরাধ দমন ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব দেখিয়েছেন।
এছাড়াও, মাদক বিরোধী অভিযানে এবং মামলা নিষ্পত্তিতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। তার কার্যক্রমে কুড়িগ্রাম সদর থানায় ব্যাপক সুনাম অর্জিত হয়েছে। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন।
এএসআই শাহীন পুরস্কার পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে বলেন, জনগণকে সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য, আমি সে দায়িত্ব পালন করার চেষ্টা করি। এ ধরনের পুরস্কার আমার কাজের প্রতি স্পৃহা আরও বাড়িয়ে দেয়। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জেলা পুলিশ সুপার স্যার, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যার এবং থানা কর্মরত সহকর্মী পুলিশ কর্মকর্তাদের। তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অর্জন সম্ভব হয়েছে।
মতামত