বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়েছে।
গত ৫ জানুয়ারি বিকেলে কবিরাজ ধান হাটিতে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও বীরগঞ্জ উপজেলার সিনিয়র সহ-সভাপতি মো. লাইছুর রহমান লিপুর নেতৃত্বে এবং ভোগন নগর ইউনিয়ন শাখার সভাপতি মো. রুহুল আমীন বাবুর সভাপতিত্বে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবুর রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রেরিত মূলপত্র পাঠ করেন। এতে হাজারো কৃষক ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ ছাড়া ৭ জানুয়ারি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি হলরুমে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা তারেক পরিষদের আহ্বায়ক মো. সোহরাওয়ার্দী হাসান নয়ন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন ধলু।
উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদুল ইসলাম দুলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন, তারেক পরিষদের সদস্য সচিব মিস্টার আনিসসহ বীরগঞ্জ ও কাহারোলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য ছাত্রদল, যুবদল, মহিলাদল, কৃষক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন প্রস্তুতিমূলক সভা, পথসভা, লিফলেট বিতরণ ও শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম অব্যাহত রেখেছে।
মতামত