সারাদেশ

নওগাঁয় ফুলকপির দাম কম, বিপাকে কৃষকরা

নওগাঁয় ফুলকপির দাম কম, বিপাকে কৃষকরা

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৫, দুপুর ১:৫৪ আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:৩৬

ফুলকপির বাম্পার ফলনের মধ্যেও লোকসানের মুখে পড়েছেন নওগাঁর কৃষকরা। ভালো ফলনের কারণে বাজারে কপির দামে ধস নামায় প্রতি পিস ফুলকপি পাইকারি পর্যায়ে সর্বনিম্ন ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ২ টাকায় বিক্রি হচ্ছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে নওগাঁ সদর উপজেলার ডাক্তারের মোড়ে গিয়ে দেখা যায়, ভোর থেকেই কৃষকরা ফুলকপি নিয়ে এলেও ক্রেতার সংকটে হতাশায় পড়তে হচ্ছে তাদের।

স্থানীয় কৃষক এনামুল হক জানান, এক বিঘা জমিতে ফুলকপি চাষে প্রতি গাছে ৬ থেকে ৮ টাকা খরচ হয়েছে। অথচ বর্তমানে প্রতি পিস ফুলকপি ১ টাকা দরে বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে উৎপাদন খরচ তো দূরের কথা, পরিবহন ব্যয়ও ওঠানো যাচ্ছে না।

তিনি আরও বলেন, মনে হচ্ছে, জমিতে থাকা বাকি ফুলকপি গরুকে খাওয়াই। গত বছর ভালো দাম পাওয়ায় এ বছর বেশি চাষ করেছিলাম। কিন্তু এবার বাজার ধস আমাদের পথে বসানোর উপক্রম করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নওগাঁ জেলায় এবার প্রায় ৬০০ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে, যা থেকে ৬ হাজার ২০০ টন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

কৃষকরা মনে করছেন, মৌসুমের শুরুতে আগাম সবজির চাহিদা বেশি থাকায় দাম ভালো ছিল। কিন্তু বর্তমানে উৎপাদন বাড়ার কারণে বাজারে দাম কমেছে। সবজির দামে ক্রেতারা স্বস্তি পেলেও চাষিরা চরম ক্ষতির মুখে পড়েছেন।