সারাদেশ

নোয়াখালীতে রক্ত তরঙ্গের নতুন কার্যকরী কমিটি গঠন

নোয়াখালীতে রক্ত তরঙ্গের নতুন কার্যকরী কমিটি গঠন

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৫, সকাল ৯:৫৪

নোয়াখালীর চাটখিল উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্ত তরঙ্গ নোয়াখালী’-এর ২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি ২০১৮ সালের ৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয় এবং "তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে অন্যের প্রাণ" স্লোগানে মানবসেবায় অবিচল থেকে কাজ করে যাচ্ছে।

গত ৩ জানুয়ারি গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে এক বছরের মেয়াদি নতুন কমিটি নির্বাচন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন পিংকু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন শুভ।

নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি রাসেল মৃদ্দা, সহ-সভাপতি জাকির হোসেন ও আল-আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ফারহান নাফিজ ও জাহিদুল ইসলাম তিসু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মোহন, ইমন হোসেন ও রবিউল হাসান। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন সামিন মৃদ্দা। ডোনার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়াছিন আরাফাত প্রান্ত, আর সহকারী ডোনার বিষয়ক সম্পাদক হয়েছেন শাহরিয়ার রবিন, হাফেজ রিমন, দ্বীন ইসলাম শুভ, গাজী আশরাফুল ইসলাম ও ইয়াসিন আরাফাত পিয়াস।

অনলাইন বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান সৌরভ। তার সহকারী হিসেবে থাকবেন অরিফুল ইসলাম অনিক, সিফাত হোসেন, রবিউল হাসান রাফি ও মো. শেখ সালমান। ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন সিফাত পাটোয়ার, এবং সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রবিউল হাসান সায়েম। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী রাফসান হোসেন রিমন।

শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন নূর মোহাম্মদ শাকিল এবং ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন আবু জাফর জুয়েল। প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আশরাফুল আলম ফাহিম এবং দপ্তর সম্পাদক হয়েছেন ইমরান হোসেন।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে রক্ত তরঙ্গ নোয়াখালী এখন পর্যন্ত ১,২৩২ ব্যাগ রক্তদান করেছে। সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ঈদবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, খেলাধুলার আয়োজন, শিক্ষামূলক কার্যক্রম, বন্যার্তদের সহায়তা এবং করোনাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সেবামূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে।