অপরাধ

রাজারহাটে সাবেক সেনা সদস্যের বাড়িতে চুরি

রাজারহাটে সাবেক সেনা সদস্যের বাড়িতে চুরি

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৫, রাত ১১:২৮ আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, রাত ১১:২৯

কুড়িগ্রামের রাজারহাটে এক সাবেক সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে কিশামত পূনকর গ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে। চোরেরা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও সাড়ে ৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, মৃত ছফর উদ্দিনের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঃ রশিদ মিয়া (৭০) দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন। চোরেরা মুখোশ পরে বাড়ির ওয়াল টপকিয়ে ঘরে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় আঃ রশিদ মিয়া ও তার স্ত্রীর মুখ চেপে ধরে। এরপর তাদের হাত-পা বেঁধে আলমারী ও ড্রেসিংয়ের ড্রয়ার খুলে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ডাকাতরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি গোপন রাখতে বলে এবং জানাজানি করলে হত্যার হুমকি দেয়।

ঘটনা জানাজানির পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত করছে। থানার সেকেন্ড অফিসার এসআই বাবুল বলেন, এটি চুরি, ডাকাতি নয়, কারণ ডাকাতি হলে অস্ত্রের মুখে জিম্মি করা হত। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।